চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারী থানার ওসি প্রত্যাহার

দুই পক্ষের সংঘর্ষ : হাটহাজারী থানার ওসি প্রত্যাহার

হাটহাজারী সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পর হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।

তিনি বলেন, আবু কাওসারের পরিবর্তে মডেল থানার তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রবিবার দুপুরে দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ওসির প্রত্যাহার দাবি করা হয়।

অভিযোগ ছিল- মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলার সময় তিনি নীরব ছিলেন। রাতেই শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট