চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে সংঘর্ষের পর স্বাভাবিক জনজীবন, বিকেলে বৈঠক
ছবি: বিবিসি বাংলা

হাটহাজারীতে সংঘর্ষের পর স্বাভাবিক জনজীবন, বিকেলে বৈঠক

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের জেরে সেনা মোতায়েন এবং ১৪৪ ধারা জারির পর উত্তেজনা কমে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এখন সেখানে জনজীবন স্বাভাবিক হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ বেলা তিনটা পর্যন্ত ছিল ১৪৪ ধারা। বিকেল চারটায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সব পক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার রাতে হাটহাজারী মাদ্রাসার সামনে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি জনতার মাঝে সংঘর্ষ হয়।

রোববার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ মিডিয়াকে বলেন, “এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গাড়ি চলছে। পুলিশ, র‍্যাব আর আর্মির টহল চলছে। জনসাধারণের যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া সেটা চলমান আছে।”

বিকেল চারটায় উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে সব পক্ষের সাথে বৈঠকে তাদের দাবিদাওয়া শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গতকাল রাত দেড়টায় দুই পক্ষকেই রাস্তা থেকে সরিয়ে দেয়ার পর আজ সকাল থেকে এখন পর্যন্ত কেউ সড়কে অবস্থান নেয়নি বলে জানান তিনি।

গতকাল রাতের সংঘর্ষের এ ঘটনায় ১০৭ জন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।এদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে প্রতি বছর চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত জশনে জুলুসে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শহরে যায় সুন্নি জনতা।

জুলুসে যাওয়ার পথে সুন্নি জনতার গাড়ি বহর থেকে হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য ও অশালীন ভঙ্গি করা হয়েছে বলে অভিযোগ তোলে শিক্ষার্থীরা। সূত্র : বিবিসি বাংলা

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট