
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
ওই বাসার কেয়ারটেকার সুব্রত জানান, রাতে কাদের সিদ্দিকী তৃতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১৫/২০ জন বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের মধ্যে তিন জন মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে এবং পেট্রুল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা লাঠি নিয়ে বের হলে তারা গেট টপকে বাইরে চলে যায়।
তিনি আরও জানান, হামলাকারীদের সবার মাথায় হেলমেট ও গামছা দিয়ে মুখ বাঁধা ছিল। তাদের সবার হাতে রামদা, চাপাতি ছিল।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, রাত ১২ টা ৩৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা হামলা চালায় বলে জানতে পেরেছি। এসময় বাড়িটির দোতলায় অবস্থিত ‘সোনার বাংলা’ কমিউনিটি সেন্টারের জানালার কাঁচ ভাঙে তারা। পরে মই বেয়ে ভেতরে ঢুকে নিচে রাখা দুটি গাড়ি ভাঙচুর করে। রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করি। বিষয়টি আমরা তদন্ত করছি।
এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে আজ দুপুর ১২টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।
পূর্বকোণ/ইবনুর