চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় বাস ও ট্রাক সংঘর্ষে চালক নিহত
ছবি: পূর্বকোণ

লোহাগাড়ায় বাস ও ট্রাক সংঘর্ষে চালক নিহত

লোহাগাড়া সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। 

 

নিহত চালক মো. আরমান (৩৪) সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর থানার পিয়ার ইসলাম ইসলামের ছেলে।

 

শনিবার (৬ সেপ্টম্বর) দিবাগত রাত ১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। মৃত ট্রাক চালক মোঃ আরমান এর ছোট ভাইয়ের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত ট্রাক চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট