চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

গাউছিয়া কমিটি বাংলাদেশ বাহরাইন শাখার ঈদে মিলাদুন্নবী উদযাপিত

বাহরাইন প্রতিনিধি

৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫৪ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে এই প্রথম গাউছিয়া কমিটির উদ্যোগে উদযাপিত হয়েছে জুলুছ মাহফিল।

গত বৃহস্পতিবার রাতে সালমাবাদ গাল্ফ এয়ার ক্লাব অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিরোজ আলমের সঞ্চালনায় ও বদিউল আলমের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইছ হাছান সরোয়ার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও সহ-সভাপতি মোরশেদুল আলম আল কাদেরী মো. রুবেল, মো. জয়নাল আবেদিন, মো. আতিকুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মো. আক্তার হোসেন, মো. পারভেজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত নবী করিম হযরত মুহাম্মদ সা. আ. জীবনী আলোকপাত করেন ও নবীজির আদর্শ ও তার গুণাবলীর কথা বলেন। এ সময় বক্তারা আরো বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ মধ্যপ্রাচ্য তথা বহিঃবিশ্বে তাদের সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে করোনা মহামারি সময়ে করোনা আক্রান্ত হয়ে যতসব মানুষ মৃত্যুবরণ করেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান তাদের নিজ ধর্ম মতে মৃতদেহ প্রত্যেকের কাছে গাউছিয়া কমিটির নিজস্ব অর্থায়নে লাশ হস্তান্তর করেন, চট্টগ্রাম ভাটিয়ারি বিএম ডিপো অগ্নিকুণ্ড ট্রাজেডি, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বন্যা যেকোনো মানবতার কাজে মানব কল্যাণে দেশের কল্যাণে তারা সর্বদা প্রস্তুত আছে।

অনুষ্ঠান শেষে বিশ্ববাসী ও মুসলিম উম্মার শান্তি ও দোয়া কামনার মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন