
বাংলাদেশে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ আবারও শুরু হয়েছে। দেশের সব স্কুল-কলেজের (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতা আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়ব এ তিন ধাপে অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশ নেবে ভিন্ন ভিন্ন বিষয়ে।
জুনিয়র স্কুল (প্লে–৪র্থ): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা।
মিডল স্কুল (৫ম–৮ম): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
হাই স্কুল ও কলেজ (৯ম–১২শ): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট এক কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ প্রত্যেকে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি অর্জন করবে।
এছাড়া তিনটি গ্রুপের ছয়টি বিষয়ে সেরা তিনজন করে সর্বমোট ৫৪ জন পারফর্মারকে দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হবে একটি করে কম্পিউটার।
প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। প্রথম ভেন্যু নির্ধারণ করা হয়েছে সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ। এভাবে পর্যায়ক্রমে সারা দেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে www.marksallrounder.com
পূর্বকোণ/এএইচ