
চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত জশনে জুলুসের র্যালিতে অসুস্থ হয়ে আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় ভিড়ের মধ্যে চাপা পড়ে মাহফুজ (৩৫) আরও এক যুবক আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে মারদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পিুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, জুলুসের র্যালিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে দুই তরুণ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া মাহফুজ নামে আরও এক যুবককে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
পূর্বকোণ/পিআর