
আরব আমিরাতের দুবাইয়ে নিজ কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্টে মো. জয়নাল আবেদীন (২৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জয়নাল আবেদীন চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ের সানাইয়া এলাকার নিজ কর্মস্থলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা শাকিল। তিনি জানান, মামা দীর্ঘ চার বছর পূর্বে জীবিকার তাগিদে প্রবাস জীবন শুরু করেন। গত মাস দেড়েক পূর্বে তিনি দেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় নিজ কর্মস্থলে ফিরে যান। গতকাল বুধবার রাতে দুবাইয়ের তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে হলে ঘটনাস্থলে মামার মৃত্যু হয়। মরদেহটি বর্তমানে দুবাই এলাকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান আছে। সাংসারিক জীবনে তিনি আয়েশা আক্তার (৬) ও আলী আকবর (৩) নামের দুই সন্তানের পিতা ছিলেন।
পূর্বকোণ/পিআর