চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চবিতে সংঘর্ষ : মামলার পর জোবরা গ্রামে অভিযান, গ্রেপ্তার ৮

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দু’দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর জোবরা গ্রামে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি। বাকি পাঁচজন তদন্তেপ্রাপ্ত আসামি।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসআই রুপন।

তিনি জানান, মঙ্গলবার মামলার প্রেক্ষিতে আটজনকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠিয়ে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিরা হলেন -মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।
অন্যদিকে, তদন্তেপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরও প্রায় ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার বাদী হন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান আব্দুর রহিম।

পূর্বকোণ/শিমুল/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট