চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ফাইল ছবি

চট্টগ্রামসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে। একইসঙ্গে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম,বরিশাল, খুলনা, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট