
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এখনও লাইফ সাপোর্টে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এ শিক্ষার্থী। রক্তচাপ স্বাভাবিক থাকলেও এখনও সাড়া দিচ্ছেন না তিনি। তিনদিনেও জ্ঞান না ফেরায় লাইফ সাপোর্ট খুলতে চাচ্ছেন না চিকিৎসকরা। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জ্ঞান ফেরেনি সায়েমের।
অন্যদিকে, একাই ঘটনায় গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। সবকিছু স্বাভাবিক থাকলে আজ বুধবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হবে। সায়েম এবং মামুন দুজনই নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় মাথায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তাদের দুজনের একই দিনে মস্তিস্কের বড় অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন দুজন। এর মধ্যে মঙ্গলবার মামুনের অবস্থা উন্নতি হওয়ার পর তার লাইফসাপোর্ট খুলে নেয়া হয়। তবে এখনও জ্ঞান না ফেরায় লাইফসাপোর্ট খোলা হয়নি সায়েমের।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, আগের চেয়ে মামুনের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। তাকে বুধবার (আজ) কেবিনে স্থানান্তর করা হতে পারে। তবে ইমতিয়াজ আহমেদ সায়েম এখনও লাইফ সাপোর্টে আছেন। তার জ্ঞান ফেরেনি, তাই তাকে সাপোর্ট থেকে নামানো সম্ভব হচ্ছে না। তবে তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে। এ ধরনের রোগীদের সুস্থ হতে সময় লাগে। অনেক সময় তারা দ্রুত সাড়া দেন না, ধীরে ধীরে রেসপন্স করতে শুরু করেন।
পূর্বকোণ/ইবনুর