
চট্টগ্রামের চন্দনাইশে মুক্তা আক্তার (২৬) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের পর ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী পারভেজ ও শাশুড়ি পলাতক রয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।
নিহত মুক্তা আক্তার সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পলিয়ার পাড়া নদ্দিয়া বাড়ির পারভেজের স্ত্রী। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা নাছির উদ্দীন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০১৯ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর পারভেজ প্রবাসে চলে যান এবং প্রায় তিন মাস আগে দেশে ফিরে আসেন। নিহত মুক্তা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। যৌতুক না পেয়ে মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি পরিবারের।
পূর্বকোণ/আরআর/পারভেজ