
পটিয়ায় পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন গ্রামের কাজী বাড়ির নিজ বসতঘরের পুকুর থেকে কাজী জাফর আহমেদ (৬৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত দানু মিয়ার ছেলে।
অন্যদিকে দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে রোভার স্কাউট টিমের সদস্যরা।
বসতবাড়ির পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঈশ্বরখাইন গ্রামের কাজী বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় কাজী জাফর আহমেদের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
অন্যদিকে দুপুর ১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় ব্রাম্মণবাড়িয়া সরকারি কলেজের রোভার স্কাউট টিমের তিন সদস্য ১৫০ কিলোমিটার পরিভ্রমণে পায়ে হেঁটে কক্সবাজার যাওয়ার পথে বিষয়টি নজরে এলে তারা মরদেহটি উদ্ধার করেন।
স্কাউট সদস্য মো. তাজবীদ জানান, সড়কের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখি। এ সময় স্থানীয়রা বিষয়টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউ উদ্ধার করতে না আসায় আমরা নিজেরাই তাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি জসীম উদ্দীন জানান, সড়কের পাশ থেকে উদ্ধার করা লাশটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। তবে কীভাবে মারা গেছেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
পূর্বকোণ/রবি/পারভেজ