
টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে রাজারছড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, নয়টি দেশীয় অস্ত্র ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ সময় এক সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ