চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মোজাফফর গার্ডেন সিটি ওনার্স এসোসিয়েশনের ত্রিবার্ষিক কমিটি গঠিত

মোজাফফর গার্ডেন সিটি ওনার্স এসোসিয়েশনের ত্রিবার্ষিক কমিটি গঠিত

বিজ্ঞপ্তি

৩১ আগস্ট, ২০২৫ | ১০:০৯ অপরাহ্ণ

রাজধানীর উত্তরার রানাভোলা এলাকায় অবস্থিত মোজাফফর গার্ডেন সিটি ওনার্স এসোসিয়েশনের ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩৯ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতেই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

 

নির্বাচিতরা হলেন- সভাপতি মো. সরোয়ার কামাল (লেলিন), সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, মুস্তফা কোহিনূর আখতার, সাধারণ সম্পাদক এ এম এম আসাদুজ্জামান প্রামানিক (আসাদ), যুগ্ম সম্পাদক শহিদুল আলম খান, অর্থ সম্পাদক মো. ওবায়েদ উল্লাহ, দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জাকির হোসেন খন্দকার, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও নিরাপত্তা সম্পাদক মো. রশিদ-ই-মাহবুব রাসেল, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ মো. শাহরিয়ার কামাল, সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান, এস এম শামীম আহসান, ধর্ম সম্পাদক আব্দুল আজিজ, মহিলা ও শিশু সম্পাদক ফারজানা ফাতেমা, নির্বাহী সদস্য মো. সোহেল কবির, মো. শাখাওয়াত হোসেন তালুকদার ও মনিরুজ্জামান মানিক।

 

প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মহসিন জানান, ভোটারদের অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

 

শনিবার (৩০ আগস্ট) নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান মোজাফফর গার্ডেন সিটির কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

 

এলাকার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব আগামী তিন বছর এলাকার উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট