চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
হাজী মহসিন কলেজের বিএ ২য় বর্ষের শিক্ষার্থী তানজিবা সাইফুল তিশমা (২০)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

বোয়ালখালী সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৫ | ৯:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের নাসিরাবাদ ২ নম্বর গেট এলাকায় বাসচাপায় তানজিবা সাইফুল তিশমা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

রবিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিশমা রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।

 

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শিক্ষার্থী তিশমা বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম কধুরখীল লালার দীঘি পাড় এলাকার খলিল খলিফার বাড়ির মো.সাইফুল ইসলাম মানিকের একমাত্র মেয়ে। তিনি হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএ ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

তিশমা নগরীর মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন। পড়ালেখার পাশাপাশি একটি কোচিং সেন্টারে চাকরি করতেন তিশমা।

 

রবিবার দুপুরে তিনি কোচিং সেন্টারের কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিশমার চাচাতো ভাই মো. আসিফ।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট