চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তার মাদক কারবারি

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৫ | ৭:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারে পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকা থেকে তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হলেও তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় ভাড়া থাকতেন।

 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৩০ হাজার পিস ইয়াবাসহ রফিকুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে তাৎক্ষণিক উত্তর বাহারছড়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তার ঘরের ভেতর থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পূর্বকোণ/এরফান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট