
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। অস্ত্র আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে দুইজনকে। তারা হলেন- ইকবাল হোসেন প্রকাশ শাকিল ও তার মা রহিমা বেগম।
এছাড়া বাংলাদেশ পেনাল কোডের ২৪ ধারায় সরকারি কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে। এ মামলার আসামিদের মধ্যে শাকিল ও তার মা রহিমা বেগম ছাড়াও রয়েছেন মো. আক্কাস, মহিউদ্দিন ও মো. হাবিব।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি একটি নাইন এমএম পিস্তল। এই অস্ত্রের উৎস কোথায়, কার কাছে ছিল এবং কী উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল তা তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/পিআর