চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

চন্দনাইশে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

চন্দনাইশ সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৫ | ২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে একটি ওয়ান শুটার গানসহ মো. মিজান (৩০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটক মিজান চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।

 

শুক্রবার (২৯ আগস্ট) রাতে চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।

 

চন্দনাইশ আর্মি ক্যাম্পের তথ্যে জানা যায়, যুবলীগ নেতা মিজানের কাছে অস্ত্র রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তার উপর নজরদারি শুরু করা হয়। ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগার উদ্ধার করা হয়।

 

জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। পরে আটক মিজানকে চন্দনাইশ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট