চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় বিনামূল্যে চিকিৎসা পেল ৬০০ রোগী
ফ্রি চিকিৎসা ক্যাম্পে উদ্বোধনী বক্তব্য রাখছেন পটিয়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. ফরিদুল আলম

পটিয়ায় বিনামূল্যে চিকিৎসা পেল ৬০০ রোগী

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে ৬ নম্বর কুসুমপুরা বোর্ড অফিস সংলগ্ন নুরজাহান কমিউনিটি হলে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ৬০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।

 

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রা. লিমিটেডের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম। এ সময় হৃৎরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু এবং চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের আমির জসীম উদ্দীন, পৌর আমির মাস্টার সেলিম ও কালারপোল সাংগঠনিক থানার আমির এস. এম. নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. ফরিদুল আলম বলেন, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ ধরনের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য পটিয়াকে একটি স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তোলা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট