
টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে বিশেষ অভিযানে ১৯টি ফিশিং ট্রলার ও ১২২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ সীমান্ত পিলার- ৩ এলাকার নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ট্রলারগুলো আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্প্রতি বাংলাদেশি ফিশিং বোটগুলো নিয়মিত মিয়ানমার জলসীমায় ঢুকে মাছ শিকার করছে। এ কারণে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই জেলে ও ট্রলার আটক করছে। জেলেদের নিরাপত্তার স্বার্থে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আটক জেলে ও ট্রলারগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানানো হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ