চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় সেনাবাহিনীর হাতে ২ চাঁদাবাজ গ্রেপ্তার

সাতকানিয়ায় সেনাবাহিনীর হাতে ২ চাঁদাবাজ গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৫ | ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করে সেনা সদস্যরা।

 

গ্রেপ্তাররা হলেন- সাতকানিয়া পৌরসভার সতিপাড়ার ফরিদ আহমদের ছেলে নাঈম উদ্দিন (১৯) ও সগিরা পাড়ার মৃত মো. ইদ্রিসের ছেলে মো. আরাফাত (২৫)।

 

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাতে সাতকানিয়া পৌরসভার বাজারে অবস্থিত ‘ডিজিটাল কম্পিউটার’ নামের দোকান থেকে ক্রেতা সেজে ক্যাশে রাখা মানিব্যাগসহ ২৬ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় তারা। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়।

 

এছাড়া গ্রেপ্তারদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে স্থানীয় দোকানদারদের নিকট থেকে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে নাঈম ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট