
কক্সবাজার সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন লঙ্ঘনের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বেশ কয়েকটি বেকারি, রড-সিমেন্টের দোকান এবং একটি চালের দোকানে অনিয়ম ধরা পড়ে। বিএসটিআই সনদ হালনাগাদ না থাকা এবং পণ্যে বিএসটিআই লোগো ব্যবহার না করার কারণে তিনটি বেকারি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানগুলো হলো: প্রিন্সেস বেকারি (৭৫ হাজার টাকা), বনফুল অ্যান্ড কোং ফ্যাক্টরি (৫০ হাজার টাকা) এবং এশিয়া বেকারি (৬০ হাজার টাকা)।
অপরদিকে, ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করার অভিযোগে তিনটি রড-সিমেন্টের দোকান এবং একটি চালের দোকানকে মোট ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এইচ এইচ অ্যান্ড বিল্ডার্সকে ৭ হাজার ৫০০ টাকা, ফরিদ বিল্ডার্স ও আয়ার ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে এবং দীপ্ত রাইসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে দিয়ে কউক সচিব সানজিদা বেগম বলেন, ভবিষ্যতে যদি এমন ত্রুটিপূর্ণ ব্যবস্থা দেখা যায়, তবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/এরফান/আরআর/এএইচ