চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কনটেইনারের বর্ধিত স্টোররেন্ট স্থায়ীভাবে প্রত্যাহারের আহ্বান
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর

কনটেইনারের বর্ধিত স্টোররেন্ট স্থায়ীভাবে প্রত্যাহারের আহ্বান

বিজ্ঞপ্তি

২৮ আগস্ট, ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ

দেশের অর্থনীতি ও ভোক্তা সাধারণের স্বার্থে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের বর্ধিত স্টোররেন্ট স্থগিত নয়, স্থায়ীভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ। সংগঠনের আহ্বায়ক এসএম নুরুল হক এক বিবৃতিতে বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশের অর্থনীতিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

তিনি বলেন, অর্থনীতির পুনর্গঠন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। বর্তমান সময়ে কোন কারণে আমদানি বাধাগ্রস্ত হলে সরকারের রাজস্ব আদায় হ্রাস পাবে এবং অর্থনীতির চলমান গতিধারা ব্যাহত হবে। তাছাড়া অধিকহারে স্টোররেন্ট আরোপের ফলে আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, যার দায় শেষ পর্যন্ত ভোক্তা সাধারণকেই বহন করতে হবে; যা চলমান বাস্তবতায় সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি।

 

তিনি আরও বলেন, চলতি বছরের ১০ মার্চ থেকে চট্টগ্রাম বন্দর, ঢাকার কমলাপুর ও পানগাঁও আইসিডিতে ফ্রি টাইমের পর থেকে এফসিএল কন্টেইনারের স্টোররেন্ট চারগুণ হারে আরোপ করা হয়। বর্তমানে জাহাজের টার্ন এরাউন্ড টাইম নিয়ন্ত্রণে থাকা, বন্দরের কন্টেইনার ধারণক্ষমতা ৫৩ হাজার থেকে ৫৯ হাজার টিইউএস পর্যন্ত বৃদ্ধি পাওয়া এবং বন্দরে কনটেইনার জট না থাকায় ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য এই বর্ধিত রেন্ট স্থগিত করায় আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই।

 

বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের উৎপাদন ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সরকারি অবকাঠামোর মধ্যে চট্টগ্রাম বন্দর অত্যন্ত লাভজনক অবস্থায় রয়েছে। বন্দরের কনটেইনার ধারণক্ষমতা এবং সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। তাই বিদেশ থেকে পণ্য আমদানির ব্যয় বৃদ্ধি করে বন্দরের রাজস্ব বাড়ানো বর্তমান পরিস্থিতিতে যৌক্তিক হতে পারে না; কেননা এতে করে অর্থনীতির পুনর্গঠন ও ক্রমবর্ধমান অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে, যা কোনভাবেই কাম্য নয়। এই প্রেক্ষাপটে দেশের অর্থনীতি ও ভোক্তা সাধারণের অবস্থা বিবেচনা করে বন্দরে এফসিএল কনটেইনারের বর্ধিত স্টোরেজ চার্জ স্থায়ীভাবে প্রত্যাহার করে আগের হার বহাল করার জন্য চট্টগ্রাম তথা সারাদেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট