
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার দায়ে ২ ইভটিজারকে স্থানীয়রা আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করেছেন। ২৭ আগস্ট সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ইভটিজাররা ছাত্রীদেরকে সুখছড়ি কামার দীঘির পাড়স্থ সাইনবোর্ড এলাকায় বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করতো।
পরে প্রধান শিক্ষক উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ইভটিজারকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ইভটিজারকে বিনাশ্রমে ১ মাস কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদেরকে অতিরিক্ত ৭ দিন অর্থাৎ ১ মাস ৭ দিন করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশনামায় উল্লেখ করা হয়েছে।
দণ্ডিতরা হল উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ রসুলাবাদ পাড়ার আবু তাহেরের পুত্র এয়াকুব (২০) এবং একই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র রায়হান (১৮)।
এ প্রসঙ্গে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ জানান, তাঁর বিদ্যালয়ের ছাত্রীদেরকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় উল্লেখিত স্থানে ওই দুই যুবক ইভটিজিং করছিল। ছাত্রীরা বিষয়টি তাঁকে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানা প্রশাসনকে অবগত করেন। পরে স্থানীয়রা ২ যুবককে আটক করে স্কুলে নিয়ে আসলে তাদেরকে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, দণ্ড বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত এয়াকুব ও রায়হানকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। টাকা অনাদায়ে অতিরিক্ত ৭ দিনসহ মোট ১ মাস ৭ দিন বিনাশ্রমে কারাদণ্ড ভোগ করতে হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ