
চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও কয়েক জন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে একটি কিরিচ, একটি স্ক্রু ড্রাইভার, একটি স্টিলের ছুরি, দুইটি প্লাস, একটি কোরাবারি, কাটার ও লাঠি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়ার আব্দুস সালামের ছেলে মো. হৃদয় (২৩) ও চাগাচরের পেঠান আলীর ছেলে মোরশেদ (২১)।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেছেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর