
টেকনাফের হ্নীলা এলাকার খরের দ্বীপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির বিশেষ অভিযানে এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান চালানোর সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন লোক এক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের ভেতরে নৌকা যোগে পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি চালিয়ে নির্দিষ্ট স্থানে লুকানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে- জি-৩ রাইফেল দুটি, এমএ-১ এমকে-২ একটি, এলএম-১৬ রাইফেল একটি, ম্যাগাজিন ৮টি, মোট ৫০৭ রাউন্ড গুলি (১৯৯ রাউন্ড জি-৩, ১২০ রাউন্ড এম-১, ১৮৮ রাউন্ড এলএম-১৬)।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, উদ্ধারকৃত অস্ত্রসমূহ সীমান্তপথে বাংলাদেশে প্রবেশকারী সন্ত্রাসী বা চোরাকারবারীদের মাধ্যমে আনা হয়ে থাকতে পারে। এগুলো সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা কিংবা মাদক ও অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণের জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ