চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি হলেন এনামুল হক
নির্বাচিত সভাপতি-সেক্রেটারি

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি হলেন এনামুল হক

চকরিয়া সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৫ | ১১:৪৬ অপরাহ্ণ

দীর্ঘ তিন দিনের জল্পনার অবসান ঘটিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এনামুল হক। তিনি কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ছাড়াও পূর্বে উপজেলা বিএনপির সভাপতি, আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৩ আগস্ট চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এম মোবারক আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

সম্মেলনের দিন সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থিতা ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদের তিনজন প্রার্থী শেষ পর্যন্ত এম মোবারক আলীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সভাপতি পদটি অনিশ্চয়তায় ঝুলে থাকে।

 

এনামুল হক ভোটের দাবি জানালেও নতুন কাউন্সিলর নিয়ে আপত্তি তোলেন অপর এক প্রার্থী। ফলে সভাপতি নির্বাচন স্থগিত হয় এবং বিষয়টি ঘিরে তিন দিন ধরে চকরিয়াসহ পুরো কক্সবাজারে বিএনপির রাজনীতিতে আলোচনা চলতে থাকে।

 

মঙ্গলবার বিকেলে কক্সবাজারের তারকা হোটেল শৈবালে জেলা বিএনপির রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে জেলা নেতাদের পাশাপাশি সভাপতি পদপ্রার্থী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী ও ফখরুদ্দিন ফরায়েজি উপস্থিত ছিলেন। তবে সমঝোতা না হওয়ায় সভাপতি নির্বাচন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে ন্যস্ত করা হয়।

 

জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বৈঠকে বলেন, আমরা আপোষে চেষ্টা করেছি, হয়নি। তাই সাহেব (সালাহউদ্দিন আহমেদ) যাকে সিদ্ধান্ত দেবেন, তিনিই সভাপতি হবেন।

 

একইভাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না বলেন, কাউন্সিলদের ভোটের চেয়েও দামী হচ্ছে মন্ত্রীর ভোট। তিনি যাকে মনোনয়ন দেবেন, তিনিই সভাপতি হবেন।

 

অবশেষে রাতে সালাহউদ্দিন আহমেদের সবুজ সংকেতের পর জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে এনামুল হককে সভাপতি ঘোষণা করে।

 

ঘোষণার পর এনামুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, আপনারা আমাকে আন্তরিকভাবে দোয়া করেছেন, তার জন্য উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বিএনপি পরিবারের সকলকে শান্ত পরিবেশ বজায় রাখার অনুরোধ করছি।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট