
বাহরাইনে প্রবাসীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা (৩০ হাজার বাহরাইনি দিনার) আত্মসাৎ করে পালিয়েছেন মমিনুল ইসলাম নামে এক বাংলাদেশি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭ নম্বর বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে। তিনি মাজেদ মিয়ার ছেলে।
রবিবার বাহরাইনের আরাদ শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগীরা জানান, বাহরাইনে প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা এক সমিতির দায়িত্বে ছিলেন মমিনুল ইসলাম। সমিতির নামে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশি–বিদেশি প্রবাসীদের কাছ থেকে তিনি টাকা ধার নেন। পরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেশ থেকে সৌদি আরবে পালিয়ে যান।
ভুক্তভোগী বদিউল আলম সংবাদ সম্মেলনে বলেন, আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে রোজগার করা টাকা তার হাতে দিয়েছিলাম। এখন সেই টাকা ফেরত না পেয়ে আমরা দিশেহারা। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে মমিনুল ইসলামের কাছ থেকে আত্মসাৎ করা টাকা উদ্ধার করা হোক।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো বাংলাদেশি এ ধরনের প্রতারণার সঙ্গে জড়াতে না পারে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা—বদিউল আলম বাবুল, মো. স্বপন হাজারী, মাঈন উদ্দিন মজুমদার, কাজী রোমন, আব্দুল হালিম, ফকরুল ফরায়েজী, মনছুর আলম, খুরশিদ আলম, মোস্তফা কামাল, খোকন, শেখ নাছের, রিয়াদ উদ্দিন, এমরান খানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ