
কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মইয়্যাদিয়া জামে মসজিদের খতিব ও সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় ভোলাইয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৭ ) পেকুয়া সদর পূর্ব গোঁয়াখালী ২ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার মো. বখতিয়ারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় পেকুয়ার মাওলানা জাহাঙ্গীর সোমবার রাত সাড়ে ৮টায় ভোলাইয়াঘোনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টায় তিনি মারা যান।
নিহত মাওলানা জাহাঙ্গীর আলম ১ পুত্র ৪ কন্যা সন্তানের জনক।
পূর্বকোণ/এমরান/এএইচ