
চট্টগ্রাম নগরীর ইপিজেডে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. আরিফ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আরিফ কক্সবাজার মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকার মৃত আছমল আলীর ছেলে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুলাই ইপিজেড থানার নারকেল তলা এলাকার একটি বাসায় মাহাবুবা আক্তার (২৪) নামে ৬ মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ