চট্টগ্রাম শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫ | ১১:০৩ অপরাহ্ণ

বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

আজ কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, “ তার বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।”

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট