চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চার পলিথিন কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা
পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান

চার পলিথিন কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫ | ১০:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় যৌথ অভিযানে এক হাজার কেজি অনুমোদনহীন নিষিদ্ধ পলিথিন জব্দের পাশাপাশি চার কারখানাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বাকলিয়া রাজাখালী এলাকায় অভিযান শুরু হয়।

 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান চালানো হচ্ছে। অনুমোদনহীন এসব কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা উপস্থিত ছিলেন। তিনি জানান, “প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও কারখানাগুলোতে ক্লিয়ার পলিথিন উৎপাদন হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এজন্য জরিমানা ও পলিথিন জব্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট