চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে মানববন্ধনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২
ফাইল ছবি

ফটিকছড়িতে মানববন্ধনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২

নাজিরহাট সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৫ | ৪:৪১ অপরাহ্ণ

সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধনকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ি নারায়নহাটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হিয়াকো বাজারে পূর্ব সোনাই ১ নম্বর ওয়ার্ডের পূর্বসোনাই এলাকারা বাসিন্দাদের উদ্যোগে সাধারণ জনগণের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সাবেক যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এতে দুইজন আহত হয়েছেন।

ওই ওয়ার্ডের মেম্বার মো. কামাল বলেন, মানববন্ধনকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে রয়েছেন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে পক্ষ দুটি চিহ্নিত করা যায়নি। এটুকু জেনেছি ঘটনাস্থলে একটি মানববন্ধন হয়েছে। যাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে তারা হামলা চালিয়েছে। ঘটনাস্থলে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে। জরুরি অবস্থা জারির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট