
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাঁশবাড়িয়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলপুলিশ লাশটি উদ্ধার করেছে।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস.আই আশরাফ ছিদ্দিকী জানান, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস ঢাকা যাবার পথে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড় বটতল এলাকায় এক যুবককে ধাক্কা দিলে তার মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সন্ধ্যার দিকে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এস.আই আশরাফ আরো জানান, নিহত যুবকের বয়স আনুৃানিক ৩৫। তার পরনে নীল চেকের লুঙ্গি এবং হাফ হাতা গেঞ্জি ছিলো। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ