
চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্রির সময় ২০ কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়েছে এবং সেগুলো কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরে বটতলী স্টেশন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলীর নেতৃত্বে এসব মাংস জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী ও সদস্য সচিব সরওয়ার আকতারসহ শহর পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা সাথে ছিলেন।
লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকালকের ফ্রিজে রাখা পচা মাংস আজকে বিক্রি করছে। সাথে সাথে অভিযান পরিচালনা করে মাংসগুলো জব্দ করি এবং কেরোসিন দিয়ে ধ্বংস করি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ