
কক্সবাজারের কুতুবদিয়ার প্রধান পিলটকাটা খালে বাঁধ দিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ শিকারের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কৈয়ারবিল ও লেমশীখালী সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই খালের বিভিন্ন পয়েন্টে একাধিক বাঁধ অপসারণ পরবর্তী জব্দকৃত ৫৩টি বাঁশ, ১৮ পিচ পলিথিন ও ১০টি বাঁশের তৈরি বেড়া প্রকাশ্যে নিলামে ক্রেতা না পাওয়ায় স্থানীয় মসজিদের উন্নয়ন কাজে বিতরণ করা হয়। অবশিষ্ট বাঁধগুলো আগামী ২ দিনের মধ্যে স্ব-উদ্যোগে অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন। এতে উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, নৌবাহিনী ও পুলিশের একটি টিমসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বেশ কয়েকটি গ্রুপ দ্বীপের প্রধান পিলটকাটা খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকার করে আসছিল। এর একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত এ অভিযান জনস্বার্থে আগামীতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ