
খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বাগানটি এলাকায় নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধারের প্রস্তুতি নেয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। মা-মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে বিস্তারিত কিছু এখনই বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, দুর্গম এলাকা হওয়ায় সেখানে নেটওয়ার্ক সংকট রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- আমেনা বেগম (৯৫), স্বামী মীর হোসেন এবং তার মেয়ে রেহেনা বেগম (৪৫), স্বামী ওমান প্রবাসী মুস্তাফা।
পূর্বকোণ/জহুর/জেইউ