
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির ভূজপুর থানাধীন কাজীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য মামালার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ওবায়দুল হককে গ্রেপ্তার করেছে।
১৯ আগস্ট দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়।
ধৃত আসামি ভূজপুর থানার হরিনাকুল গ্রামের মৃত নজির হোসেনের ছেলে। র্যাব-৭, চট্টগ্রাম এর মিডিয়া সেল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা ( নং-০২(০৫)১৮ ) রয়েছে। উক্ত মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
পূর্বকোণ/পারভেজ