
টেকনাফের সাবরাং নাফনদীতে এক লাখ ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়েছে মাদক পাচারকারীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশি একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমারের মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে মাছ ধরার ছলে নাফনদী দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা করে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল নদীতে অবস্থান নেয়।
পরে সন্দেহজনক একটি নৌকা ধাওয়া করলে দুই পাচারকারী লাফ দিয়ে সাঁতরে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে মাছ ধরার জালে লুকানো প্লাস্টিকের প্যাকেটে বিশেষভাবে মোড়ানো এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও জানান, পাচারচক্রের সদস্যদের ধরতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি। চোরাকারবারীদের সনাক্ত করে আইনের মুখোমুখি করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ