
চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে জোড়া খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, চলতি বছরের ১০ মে রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে মুহুর্মুহু গুলিবর্ষণ করে দুইজনকে হত্যার ঘটনায় মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে হেফাজতে নেয় পুলিশ।
পূর্বকোণ/আরআর/পারভেজ