চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বসতঘরে অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক ওষুধ, চট্টগ্রামে গ্রেপ্তার ২

বসতঘরে অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক ওষুধ, চট্টগ্রামে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৫ | ৫:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন এলাকা থেকে অর্ধ কোটি টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)।

 

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় ষোলশহর তালতলার সোনিয়ার মায়ের কলোনি থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি জানান, ষোলশহর এলাকার রোকসানা বেগম নামে এক মহিলার টিনশেডের ঘর থেকে ৪৫০ কৌটা যৌন অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ওষুধ, ১৮’শ পিস যৌন উত্তেজক পাউডার জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা। অভিযানের সময় রোকসানা বেগমকে পাওয়া যায় নি। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট