চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ৩
মহাসড়কের  ঈদগাঁও কালিরছড়ার তেঁতুলতলা টানে এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ৩

কক্সবাজার সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২৫ | ৭:৪০ অপরাহ্ণ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের  ঈদগাঁও থানাধীন কালিরছড়া তেঁতুলতলা টানে এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা দিলে তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন ক্লাসিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, এই মহাসড়কে দুর্ঘটনা নতুন কোনো বিষয় নয়। গত ২৩ মে রশিদনগর থেকে জোয়ারিয়ানালা পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার সড়কে একই দিনে তিনটি দুর্ঘটনা ঘটেছিল। এছাড়া ২৬ জুন রামু রশিদনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও ছিলেন।

বারবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতে গত ১৮ মে রামু বাইপাস চত্বরে ৪০টিরও বেশি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা মনে করেন, সড়কটি প্রশস্ত করা হলে দুর্ঘটনা কমে আসবে এবং পর্যটকদের জন্য যাতায়াত আরও নিরাপদ হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/এরফান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট