চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাউজানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

‎সীতাকুণ্ডে ১০ ঘণ্টায় দুইটি লাশ উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২৫ | ৪:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে দুই নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) রাত ও সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কদমরসুল ও সৈয়দপুর থেকে লাশ দুটি উদ্ধার করূ হয়।

 

থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে একটি পুকুরে এক নারীর (৪০) লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে সকাল ১০টায় পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

 

অন্যদিকে গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কদমরসুল সাগর উপকূল থেকে অপর এক যুবকের (৪০) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে নৌ-পুলিশ। মৃতদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। তার পরিচয়ও শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে কুমিরা নৌপুলিশ ও থানা।

 

‎সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, সৈয়দপুরে লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত মহিলাটি দুই থেকে তিন দিন আগে অজ্ঞাত কারণে মারা যায়। লাশের পাশে একটি থলে পাওয়া যায়। সেখানে একটি ৫০ টাকার নোট ও ৫ টাকার একটি পয়সা এবং কয়েকটি কাপড় ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট