চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে পড়ে সুপারভাইজার নিখোঁজ

চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে পড়ে সুপারভাইজার নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সী-বিচ এলাকা জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে আনোয়ার আজম খান (৪০) নামে এক ব্যক্তি সাগরে নিখোঁজ হয়েছেন।

 

নিখোঁজ আনোয়ার আজম খান নোয়াখালী জেলার শ্যানবাগ এলাকার নুরু খানের ছেলে। আনোয়ার আজম খান এম স্টল স্টক নামে ওই জাহাজের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

 

রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

জাজাহের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব বলেন, আমরা ওই জাহাজ থেকে গত তিন দিন আগে নেমে এসেছি। জাহাজটি এখানে ১৮ দিন ছিল। গতকাল রাতে তিনি জাহাজের কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হয়। আমরা বিষয়টি কোস্ট গার্ডকে জানিয়েছি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, এই ঘটনায় গতকাল রবিবার রাতে একটি সাধারণ ডায়েরি হয়েছে। কোস্ট গার্ড সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো পর্যন্ত ওই লোকের সন্ধান মেলেনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট