
রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকেরা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলছে। একইসাথে ক্যাম্পে কর্মরত দেশি-বিদেশি এনজিও কর্মীদের প্রবেশেও বাধা দিচ্ছেন আন্দোলনকারীরা।
শিক্ষকদের অভিযোগ, অর্থ সংকটের অজুহাতে এনজিওগুলো তাদের চাকরিচ্যুত করেছে। যদিও তারা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় মূলত তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ রোহিঙ্গা শিক্ষকরা এখনও বহাল তবিয়তে আছেন।
এই আন্দোলনের কারণে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে শুধু গাড়ি আর গাড়ি। অনেক যাত্রী দীর্ঘ যানজটে আটকা পড়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে তীব্র গরমে তাদের ভোগান্তি চরমে উঠেছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, তিন কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে, যা খুবই কষ্টকর।
উল্লেখ্য, অর্থ সংকটের কারণ দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত প্রায় এক হাজার ২০০ স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তবে প্রশাসনের আশ্বাসের পরও কোনো সুরাহা না হওয়ায় শিক্ষকেরা আবারও আন্দোলনে নেমেছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করছি।
পূর্বকোণ/এরফান/জেইউ