
চট্টগ্রামের হাটহাজারী সদরে নিত্যদিনের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও যানবাহন পার্কিংয়ের অপরাধে ১৮ মামলায় মোট ১ লাখ সাড়ে ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযান সূত্রে জানা যায়, পৌরসভার বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে হাটহাজারী অক্সিজেন সড়ক, আধুনিক হাসপাতালের আশপাশ, রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক ও নাজিরহাট সড়ক পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি এসব স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ সময় ইব্রাহীম খলিলকে ১০ হাজার, সগীর আহম্মদকে ৫ হাজার, মুসাকে ১০ হাজার, মো. হারুনকে ৫ হাজার, সিপাতুল ইসলামকে ৫ হাজার, আজাদকে ৫ হাজার, কামাল উদ্দীনকে ২০ হাজার, নাসির উদ্দীনকে ২০ হাজার, সিজল মিষ্টির দোকানকে ৫ হাজার, খাঁজা বেকারিকে ২০ হাজার, জাফর আহম্মদ সওদাগরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ের কারণে ছয়জন সিএনজি অটোচালককে সাড়ে ৫ হাজার টাকা এবং একটি অবৈধ জিপকে (চাঁদের গাড়ি) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় বাস মালিক ও সিএনজি অটোরিকশা মালিক সমিতিকে নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতামূলক ব্যানারও টানানো হয়।
অভিযানে ইউএনও-কে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ