
বান্দরবানের আলীকদমে কৃষকের জালে ধরা পরা ৭ ফুট লম্বা অজগর সাপটি মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নয়াপাড়া এলাকার কৃষক মো: শামিমের বাড়ির পাশে একটি জালের মধ্যে অজগরটি জড়িয়ে যায়। পরে বনবিভাগের লোকজন এসে সেটি উদ্ধার করে।
আলীকদম বন বিভাগের বিট কর্মকর্তা রনি পারভেজ জানিয়েছেন, অজগর সাপটি প্রায় ৭ ফুট লম্বা এবং অনেকটা বিরল প্রজাতির।
তিন জানান, এই সাপগুলো এখন বিলুপ্তির পথে। এটি পুকুর থেকে মাছ খাওয়ার জন্য এসে জালে আটকা পড়ে। পরে এটি উদ্ধার করে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
পূর্বকোণ/মিনার/এএইচ