চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাজস্থলীতে বজ্রপাতে একই পরিবারের শিশুসহ আহত ৩
ফাইল ছবি

রাজস্থলীতে বজ্রপাতে একই পরিবারের শিশুসহ আহত ৩

রাজস্থলী সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৫ | ১১:০৮ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হল- মিনা তঞ্চঙ্গ্যা (২৫), লাবণ্য তঞ্চঙ্গ্যা (৫) ও মঞ্জিতা তঞ্চঙ্গ্যা (১৪)। স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় তারা বাড়ির ভেতরে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন আহত হন।

 

তাদের দ্রুত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক হওয়ায় পরবর্তীতে তাদের রাজস্থলী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

 

পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট