চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

লামা আ’ লীগ নেতা জসিম উদ্দিন ছেলে নিহালসহ গ্রেপ্তার
গ্রেপ্তার আ’ লীগ নেতা জসিম উদ্দিন ও ছেলে হাসান নিহাল

লামা আ’ লীগ নেতা জসিম উদ্দিন ছেলে নিহালসহ গ্রেপ্তার

লামা-আলীকদম সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৫ | ৭:৪১ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫২) এবং তার ছেলে আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান নিহালকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে লামা থানা পুলিশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তারা পলাতক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে জসিম উদ্দিন ও তার ছেলে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। নারী ও শিশু নির্যাতনসহ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

 

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ জানান, বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানকালে তাদের আটক করা সম্ভব হয়।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

পূর্বকোণ/রফিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট